শেয়ারটাইম্স২৪ডটকম: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে লোকসানে জড়িয়েছে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যাশিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য মিলিছে।
তথ্যানুযায়ী, বিগত ছয়মাসে অর্থাৎ জানুয়ারি-জুন’১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৪ টাকা।
এদিকে এপ্রিল-জুন’১৬ অর্থাৎ বিগত তিনমাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০২ টাকা। যা আগের বছর একই সময় শেয়ারপ্রতি লাভ ছিল ০.৩৯ টাকা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১১.৯৪ টাকা (ঋণাত্মক)।
প্রতিবেনানুযায়ী, ৩১ জুন ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১২.০৪ টাকা। যা আগের বছর একই সময় ছি”ল ১২.২১ টাকা।