শেয়ারটাইম্স২৪ডটকমঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ০.৩২ টাকা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২.৯৩ টাকা।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭.৮৫ টাকা। এর আগের বছর ছিলো ১৯.২৯ টাকা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।