বাংলার নিউজ ডট কমঃ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আবেদন সংগ্রহকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের লটারি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটউট, আইইবি মিলনায়তন, রমনা, ঢাকায় লটারি অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার ইম্পেরিয়াল ক্যাপিটালের কর্মকর্তা সাজ্জাদ হোসেন পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা দেন বিনিয়োগকারীরা।
জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৭৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়। আইপিওর মাধ্যমে ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে ফরচুন সুজ মেশিনারিজ কেনা, প্রশাসনিক ভবন নির্মাণ এবং আইপির কাজে ব্যয় করবে।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।