ডিনিউজ ডেস্ক: মহাকাশে পৌঁছেছে জাপানি হুইস্কি। তবে তা মহাকাশচারীদের পানাহারের জন্য নয়। এটি আসলে বৈজ্ঞানিক গবেষণার জন্য পাঠানো হয়েছে।
সানতুরি নামের ঐ হুইস্কি উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তারা দেখতে চায় মহাকাশে এক বছর হুইস্কি রাখা হলে এর স্বাদ, গন্ধে কেনো পরিবতর্ন আসে কিনা।
মহাকাশে হুইস্কি পৌঁছে দেয়ার জন্য কাজ করে একটি মানুষ্যবিহীন জাপানি কার্গো মহাকাশযান। ঐ মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হুইস্কি বয়ে নিয়ে যায়।
সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি মার্কিন এবং রুশ সরবরাহ পাঠানো হয়েছিল। কারিগরি ত্রুটির কারণে তা সেখানে পৌঁছানো যায়নি। কিন্তু আজব ব্যাপার হলো হুইস্কি বহনকারী জাপানি মহাকাশযান হুইস্কি নিয়ে বহাল তবিয়তে মহাকাশ স্টেশনে পৌঁছেছে।
Leave a Reply