শেয়ারটাইম্স২৪ডটকমঃ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হারুণ সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ রবিবার কমিশনের ৬১০তম সভায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সূত্র মতে, ব্রোকার হাউজটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্জিন রুলস ১৯৯৯ এর রুল ৩ (১) (২) লঙ্ঘন করছে হারুণ সিকিউরিটিজ।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বিধিমালা ১৯৮৭ এর রুল ৮ (১) ও (২) এর বিধি লঙ্ঘন করেছে।
উক্ত আইন লঙ্ঘনের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।